ডার্ক মোড
Image
  • Tuesday, 21 October 2025
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা শহরের সাহেব কোয়ার্টার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তাঁর কালজয়ী চিত্রকর্ম ও ব্যবহার্য নানান রকম জিনিস নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদীন জেলা প্রশাসনের সহায়তায় নিজের ৭০টি চিত্রকর্ম নিয়ে তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে এই সংগ্রহশালার উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ লাভ করে।

সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে - বিভিন্ন দেশ ভ্রমনকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণটানা, নদী পারাপারের অপেক্ষায় পিতা-পুত্র এবং দুর্ভিক্ষ। বর্তমানে এখানে মোট ৬৩ টি চিত্রকর্ম রয়েছে।এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থিরচিত্র। স্থিরচিত্রগুলো ভবনের দোতলার বারান্দায় শোভা পায়।

বর্তমানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় জাদুঘর কতৃক পরিচালিত হচ্ছে।

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!