ডার্ক মোড
Image
  • Monday, 20 October 2025
নড়াইল বাঁধা ঘাট

নড়াইল বাঁধা ঘাট

নড়াইলের ঐতিহ্য বাহী জমিদারদের বাঁধানো ঘাট। ভারতের গঙ্গা নদীর উপরে একই আদলে  একটি ঘাট রয়েছে । এটি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পাড়ে অবস্থিত।

তৎকালীন জমিদারদের নৌ-বিহারের জন্য ও নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঘাটটি প্রতিষ্ঠা করেন ।

এসএম সুলতানের স্মৃতি বিজড়িত চিত্রানদীর পাড়ে নড়াইলের বাঁধাঘাট। হাজার বছরের পুরনো পূজাকেন্দ্র আজকের পাকা মন্দীর। ছাদ বাঁধানো ঘাট আর চিত্রাপারের অপরুপ সৌন্দর্য নিয়ে এক কথায় অন্যরকম এক সুন্দর স্থান বাঁধাঘাট।১৭৫৭ সালে ইংরেজ শাষন কায়েম হলে রায় পরিবারের জমিদারীর সূচনা হয়। এই  বংশের জমিদার রাম রতন রায়  চিত্রা নদীর ধারে এই বাধানো ঘাটটি প্রথম নির্মাণ করেন। জমিদার বাড়ীর নারীদের ধর্মীয় বিশেষ পর্বের স্নান এবং প্রতিমা বিসর্জনের জন্য এই ঘাটটি ব্যবহার করা হতো।  তাছাড়া জমিদারদের নৌযান-পথে চলাচলও সেসময় এই ঘাট দিয়েই হতো।

 মুল ঘাট পুরনো হলেও এখানে পিলার দিয়ে তৈরী করা পাচা চাউনি আধুনিক কালের। তৎকালীন জমিদারদের নৌ-বিহারের জন্য ও নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঘাটটি প্রতিষ্ঠা করেন । বিভিন্ন সময়ে এই ঘাটে কিছু সংস্কার কাজ করা হয়েছে। এর সঠিক নির্মাণকাল উল্লেখ নেই। তবে দলিল দস্তাবেজ বা পুরনো পত্রিকা খুঁজে এটা বের করা অসম্ভব কিছু নয়। নড়াইলের খুব নাম করা জায়গার ভেতর একটি জায়গা বাধাঘাট।

আজ থেকে প্রায় তিনশত বছর আগে রাজা সীতারামের নির্মিত ধর্মপীঠ নিশিনাথ তলায় প্রতি বৎসর বৈশাখী তিথিতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যে পূণ্যস্নান করে তা এই ঘাটেই হয়ে থাকে। হিন্দু ধর্মাম্বলীদের কাছে এটি একটি তীর্থস্থানও বটে।এস,এম সুলতানের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানেও। এর অবস্থান – রূপগঞ্জ, নড়াইল শহর, নড়াইল সদর । অনেকে একে পুরাতন জমিদার বাড়ির ঘাটও বলে থাকেন। নড়াইলের ঐতিহ্য বাহী জমিদারদের বাঁধানো ঘাট প্রতিদিন দর্শানার্থের ব্যাপক সমাগম হয়। পুজোর মৌসুমে হাজার হাজার হিন্দু পূন্যার্থীর পদভারে মুখরিত হয়ে যায় পুরো চিত্রা নদীর পাড়। তখন আলো ঝলমল হয়ে উঠে পুরো এলাকা। এখানে একটি মন্দিরও রয়েছে। নগরের মানুষ একটু হাফছেড়ে বাঁচতে এখানে আসে। ২০০৮ সালের মাঝামাঝি সময় স্থানীয় ব্যক্তিদের উদ্যেগে এই ঘাটটি সংস্কার করে আরো কিছু বছর টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বর্তমানে পুরোনো মন্দিরটিকে দৃষ্টিনন্দন করে তৈরী করা হচ্ছে যা সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবে। এমন নান্দনিক স্থাপনা খুব বেশী নেই।

শিল্পী এসএম সুলতান ছাড়াও এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর স্মৃতি বিজড়িত স্থান। নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তীতুল্য অধিনায়ক মাশরাফির বাড়ি নড়াইলে।

ঢাকা হতে সড়ক পথে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে নড়াইল সদর 

নড়াইল বাঁধা ঘাট
নড়াইল বাঁধা ঘাট

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!