ডার্ক মোড
Image
  • Tuesday, 21 October 2025
আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ

আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ

শশীলজ থেকে রিকশা যোগে মাত্র ৫ মিনিটের দূরত্বে রয়েছে আলেকজান্ডার ক্যাসেল। আর পায়ে হেটে টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত আলেকজান্ডার ক্যাসেলে পৌঁছাতে মিনিট দশেক সময় লাগে। স্থানীয়ভাবে লোহার কুঠি খ্যাত এই আলেকজান্ডার ক্যাসেলে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নবাব সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লর্ড কার্জন-সহ অনেক বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসাবে রাত্রী যাপন করে গেছেন। বর্তমানে আলেকজান্ডার ক্যাসলের একতলার আটটি ঘরে প্রায় ১৫ হাজার বই রাখা আছে। আর আলেকজান্ডার ক্যাসলের বিপরীত পাশেই রয়েছে দুইটি অশ্বথ বৃক্ষ। এখানে অবস্থানকালীন সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বৃক্ষের ছায়ায় সময় অতিবাহিত করতেন বলে প্রচলিত আছে।

আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ

আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!