ডার্ক মোড
Image
  • Monday, 20 October 2025
পোড়ামাটির সৈন্যবাহিনী চীন

পোড়ামাটির সৈন্যবাহিনী চীন

পোড়ামাটির সৈন্যবাহিনী (চীনা আক্ষরিক: "সৈন্যবাহিনী-এবং ঘোড়াসাওয়ার সদৃশ পোড়ামাটি দিয়ে তৈরী মূর্তি") প্রথম চীন সম্রাট কিন শি হুয়াং এর সমাধীমন্দিরে প্রতিষ্ঠিত পোড়ামাটির তৈরী সৈন্যবাহিনী ও ঘোড়ার মূর্তি। ২১০ থেকে ২০৯ খ্রীঃপূঃ অব্দে নির্মিত এটি একটি সমাধীস্থম্ভ শিল্প। সম্রাটের মৃত্যুর পর তার সমাধীক্ষেত্রে এই মূর্তিগুলো নির্মাণ করা হয়। তৎকালিন বিশ্বাস মতে এই সৈন্যবাহিনী সম্রাট কিন এর মৃত্যুর পরবর্তী জীবনে তার নিরাপত্তা বিধান করবে। ১৯৭৪ সালে Shaanxi প্রদেশের Lintong জেলার কৃষকরা মূর্তিগুলো আবিষ্কার করে। সামরিক পদমর্যাদা অনুযায়ী মূর্তিগু‌লোর মা‌ঝে আকারের ভিন্নতা আছে। যেমন, সবচেয়ে লম্বা মূর্তিটি একজন সেনাপতির। টেরাকোটা আর্মিতে যোদ্ধা ছাড়াও রথ ও ঘোড়ার মূর্তি আছে।

আবিষ্কার
টেরাকোটা আর্মি আবিষ্কৃত হয় ২৯ মার্চ ১৯৭৪।প্রদেশের Xi'an তে সম্রাট কিন শি এর সমাধিস্থল থেকে আনুমানিক এক মাইল (১.৯ কি.মি) দূরে একদল স্থানীয় কৃষক পাতকুয়া খননের সময় এটি প্রথম দেখতে পায়। স্থানটি ভূগর্ভস্থ জলাধার ও প্রস্রবনের সাথে মিলেমিশে ছিল। কয়েক শতাব্দী ধরে মাঝেমধ্যে এই স্থানে পোড়ামাটির খন্ডিত অংশ, ইট ও অন্যান্য ভবন নির্মাণ সামগ্রী পাওয়া যেত।  টেরাকোটা আর্মি ছিল একসাথে দলবদ্ধভাবে প্রাপ্ত প্রাচীন চৈনিক মৃৎশিল্পের সবচেয়ে বৃহৎ নিদর্শন।

পোড়ামাটির সৈন্যবাহিনী চীন
পোড়ামাটির সৈন্যবাহিনী চীন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!