ডার্ক মোড
Image
  • Tuesday, 21 October 2025
ইয়োসেমিটি জাতীয় উদ্যান

ইয়োসেমিটি জাতীয় উদ্যান

ইয়োসেমিটি জাতীয় উদ্যান (ইংরেজিYosemite National Park) হলো আমেরিকার একটি জাতীয় উদ্যান। এটি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার পশ্চিম সিরেয়া নেভাডায় অবস্থিত। দক্ষিণ-পূর্বে সিয়েরা জাতীয় উদ্যান এবং উত্তর-পশ্চিমে স্ট্যানিসলস জাতীয় উদ্যান ঘিরে এটি পরিবেষ্টিত রয়েছে। এই উদ্যানটি ন্যাশনাল পার্ক সার্ভিস দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। এর আয়তন ৭৪৮,৪৩৬ একর (১১,৬৯ বর্গ মাইল; ৩০২৯ বর্গ কিলোমিটার)। এটি টুলমনে এবং মারিপোসার কেন্দ্রস্থল জুড়ে উত্তর ও পূর্বে মনো এবং দক্ষিণে মাদেরা কাউন্টি পর্যন্ত বিস্তৃত। উদ্যানটিকে ১৯৮৪ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইয়োসেমিটি উদ্যানটি এর গ্রানাইট ক্লিফ, জলপ্রপাত, স্বচ্ছ জলপ্রবাহ, বিশালাকার সিকোয়া উপবন, হ্রদপর্বততৃণভূমিহিমবাহ এবং এর জীব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর প্রায় ৯৫ শতাংশই বনভূমি এলাকা।

পাহাড়ের উঁচু থেকে নেমে আসছে আগুনের ঝরনাধারা। সেটি দেখতে পার্কে এসে ভিড় করছেন অসংখ্য পর্যটক। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি জাতীয় উদ্যানের দৃশ্য এটি।  প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই এই পার্কে এই আগুন ঝরনাটি দেখা যায়। আসলে এটি এল ক্যাপিতান পর্বত থেকে বেরিয়ে আসা সাধারণ পানিরই একটি ঝরনা। কিন্তু ফেব্রুয়ারি মাসে অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে পড়ার কারণে এটিকে আগুনের ঝরনার মতো দেখা যায়।

যদিও ঝরনায় পানির পরিমাণ আর মেঘের আনাগোনার ওপর দৃশ্যটির ফুটে ওঠা না ওঠার বিষয়টি নির্ভর করে।

ইয়োসেমিটি জাতীয় উদ্যান

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!